১১৭তম জন্মদিনের আগেই পেলেন করোনা জয়ের সু-সংবাদ

১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি সিস্টার আন্দ্রে জন্মেছিলেন। সে হিসাবে বৃহস্পতিবার তার বয়স ১১৭ তে দাঁড়াবে। এর একদিন আগে সিস্টার আন্দ্রে পেলেন করোনা জয়ের সু-সংবাদ। তার আসল নাম লুসিল র‍্যান্ডন।

সিস্টার আন্দ্রে এখন আর চোখে দেখেন না। চলাফেরায়ও হুইলচেয়ারের সাহায্যে করেন। তবু আগামীকাল নিজের জন্মদিনের উৎসব পালনের জন্য মুখিয়ে আছেন।

জেরোনটোলজি রিসার্চ গ্রুপের (জিআরজি) ওয়ার্ল্ড সুপারসেনটেনিয়ারিয়ান র‌্যাঙ্কিং লিস্ট অনুসারে ইউরোপের প্রবীণতম এবং বিশ্বের দ্বিতীয় প্রবীণতম জীবিত এই ব্যক্তি তিনি।

লুসিল ১৯৪৪ সালে সন্ন্যাসব্রত গ্রহণের মধ্য দিয়ে নিজের নাম সিস্টার আন্দ্রে হিসেবে গ্রহণ করেন। গত মাসের ১৬ তারিখ তার করোনাভাইরাস শনাক্ত হয়। তবে তার ভেতরে সংক্রমণের কোনো লক্ষণ ছিল না।

স্থানীয় গণমাধ্যমকে সিস্টার আন্দ্রে বলেন, ‌আমি বুঝতেও পারিনি, এটি আমার ভেতরে ছিল।

দক্ষিণ ফ্রান্সের টোলনে অবসরযাপনের বাড়িতে তিনি অন্য বাসিন্দাদের কাছ থেকে নিজেকে পৃথক করে রেখেছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।

সূত্র: বিবিসি