খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে জেলা ইমাম সম্মেলন নগরীর ফেরীঘাট মসজিদের বেলাল (রাঃ) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৪ মার্চ) খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে জেলা ইমাম সম্মেলনে মাওলানা মোঃ সালেহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন শায়খুল হাদীস মামুনুল হক।
মামুনুল হক বলেন, একজন ইমামের দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়ানো নয়, সমাজ বিনির্মাণে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ইমামদের অবদান অনস্বীকার্য। ইমামরা জাতিকে সত্য ও সঠিক পথ প্রদর্শন করেন।
অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মাওলানা রুহুল আমিন।