এ বছর এশিয়া কাপ খেলবে না পাকিস্তান

এ বছর আর এশিয়া কাপ খেলতে চায় না পাকিস্তান। তার চেয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সব মনোযোগ পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) ঘিরে।

পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে এমন বার্তাই পাঠিয়েছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি। তিনি এটাও জানিয়েছেন, এবারের এশিয়া কাপ পিছিয়েও যেতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকেই নাকি এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

আগামী জুনে শ্রীলঙ্কার মাটিতে বসার কথা এশিয়া কাপের এবারের আসর। কিন্তু করোনা মহামারির কারণে ক্রিকেটীয় সূচি সব ওলটপালট হয়ে যাওয়ায় ওই সময় আসর বসা নিয়েই সংশয় দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের আসর পিছিয়ে ২০২৩-এ নেওয়া হবে।

এদিকে স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার জুন থেকে পুনরায় শুরু হওয়ার কথা। এশিয়া কাপও হওয়ার কথা একই সময়ে। ফলে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তায় পড়ে গিয়েছিল। পিসিবি চেয়ারম্যান তাদের সেই চিন্তা থেকে মুক্তি দিতেই জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপ নিয়ে তাদের কোনো ভাবনা আপাতত নেই। বরং পিএসএল শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।