করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। বর্তমানে তিনি বাড়িতেই সেলফ-কোয়ারেন্টিনে আছেন।
গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার ভয়াবহ থাবা বলিউডেও। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন সতীশ কৌশিক, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানসালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদীও।
তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস