হঠাৎ রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ায় কোহলিকে তুলোধোনা করেছেন বীরেন্দ্র সেবাগ। খবর আনন্দবাজার পত্রিকার।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে সেবাগ বলেন, শুনলাম রোহিত শর্মাকে প্রথম দুটো ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা শোনার পর আমার প্রশ্ন, এই নিয়ম কি ভিরাট কোহলির জন্যও প্রযোজ্য? আমি তো এরকম একটা ম্যাচও মনে করতে পারছি না, যেখানে কোহলি নিজে বিশ্রাম নিয়েছে। অধিনায়ক নিজে যদি বিশ্রাম না নেয়, তাহলে সে অন্য একজনকে বিশ্রাম নিতে বলছে কী করে?
উল্লেখ্য, শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মা দলে ছিলো না। টসের সময় এই নিয়ে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম দুটি ম্যাচে এই ওপেনারকে বিশ্রাম দেওয়া হয়েছে।