খুলনায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে

আজ রোববার(২৮ মার্চ) হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় স্বতস্ফুর্ত ভাবে পালিত হচ্ছে । নগরীর অধিকাংশ দোকানপাট ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যান চলাচল সীমিত রয়েছে। সরকার সমর্থিত পরিবহন মালিক সমিতি হরতাল প্রত্যাখ্যান করে দূরপাল্লার পরিবহন চালানোর ঘোষণা দিলেও কার্যত খুব বেশি সংখ্যক পরিবহন সকালে খুলনা ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল ১০ টায় সরেজমিনে দেখা গিয়েছে, নগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে রিক্সা ও ইজিবাইক চললেও তার সংখ্যা কম। হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল বা এ ধরণের কোন কর্মকান্ড চোখে পড়েনি। ব্যাংক বীমাসহ সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানসমূহ খোলা থাকলেও খুব একটা মানুষের উপস্থিতি সেখানে নেই।