প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষায় কাজ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের নাগরিক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে যোগ দিয়ে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
নানক বলেন, এইচ টি ইমাম অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। তিনি আমাদের সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি যতদিন সক্রিয় ছিলেন দেশের জন্য কাজ করেছেন।
নানক আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা আমরা সবাই জানি। মুক্তিযুদ্ধের পর শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।