ডেঞ্জার ম্যান কনওয়েকে ফেরালেন শরিফুল

প্রথম ওয়ানতেতে ২৭ রানের আউট হয়েছিলেন ডেভন কনওয়ে। দ্বিতীয় ম্যাচে ৭২ আর তৃতীয় ও শেষ ম্যাচে ১২৬ রানের ইনিংস খেলেন বাম-হাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টি অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন। তবে দ্বিতীয় ম্যাচে সুবিধা করার আগেই ফিরে যেতে হলো তাকে। তরুণ শরিফুল ইসলামের বলে বিদায় নিলেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৭১ রান করেছে নিউজিল্যান্ড।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (৩০ মার্চ) নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়।