ড. মোমেনের সাথে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

আসার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফর নিয়ে বৈঠক বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে।

আগামী ২৬-২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।। মোদির সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।