দুদেশের উন্নয়ন-সম্প্রীতির বার্তা নিয়ে আসবে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে দুদেশের উন্নয়ন, অগ্রগতি ও সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।

মোহাম্মদ আবেদ আলী বলেন, দেশের ধর্মীয় দলগুলোকে বৈদেশিক নীতি সম্পর্কে আরও সচেতন হতে হবে । স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব তার লিখিত বক্তব্যে এ কথা তুলে ধরেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরকে ঘিরে বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিরোধিতা প্রসঙ্গে মোহাম্মদ আবেদ আলী আরও বলেন, মুসলিম বিশ্বের অন্য কোনো দেশ ভারতের প্রধানমন্ত্রীকে ধর্ম বিদ্বেষী আখ্যায়িত করে বয়কট বা নিষিদ্ধ করেনি।