নেইমারের সমান বেতন চান এমবাপে

বর্তমান বিশ্বের অন্যতম প্রতিভাবান একজন ফুটবলার কিলিয়ান এমবাপে। যে কারনে তার প্রতি ইউরোপের নামীদামী ক্লাবগুলোর নজর পড়ে আছে। পিএসজির চাওয়া এই তরুণ তারকাকে দীর্ঘ মেয়াদের জন্য নিজেদের ডেরায় রাখা। কিন্ত তাদের জন্য কাজটি বেশ কঠিনই করে ফেলছে বিশ্ব ফুটবলের শীর্ষ ক্লাবগুলো।

ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এমবাপের। আর মাত্র একটি মৌসুমের জন্য দুই পক্ষের চুক্তি বেঁচে আছে। এরপর তাদের কি হবে? দুজনের পথ আলাদা হবে নাকি দুজন একই সঙ্গে পথ চলবে?

এ নিয়ে একের পর এক গুঞ্জন ডালপালা মেলছেই। সর্বশেষ ফ্রান্সের একটি গনমাধ্যম জানালো নতুন শর্তের কথা যা নাকি খোদ এমবাপে দিয়েছে পিএসজিকে!

লা প্যারিসিয়ান জানিয়েছে, এমবাপে পিএসজির সঙ্গে চুক্তি করতে প্রস্তুত। তবে দিয়েছে কয়েকটি শর্ত। তারমধ্যে প্রথম শর্ত হচ্ছে বেতন হতে হবে নেইমারের সমান। যার পরিমান প্রায় ৩৬ মিলিয়ন ইউরো।