ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এমন ঘটেনি আগে, ভারতের মাটিতে টুর্নামেন্ট অথচ কোনো ম্যাচ হয়নি মুম্বাইয়ে। সেই ইতিহাসেই এবার ছেদ পড়ল বলে ! প্রথমবার কোনো ম্যাচ নাও হতে পারে মুম্বাইয়ে। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আসন্ন আসরেও হট ফেভারিট। এসব ছাড়িয়ে আলোচনার কেন্দ্র ছিল বিসিসিআইয়ের একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে। কদিন আগে খবর হয়েছিল, মুম্বাইয়ের তিনটি স্টেডিয়ামে হতে পারে এবারের আইপিএলের পুরো আসর।
করোনা পরিস্থিতির কারণে একই রাজ্যে সব ম্যাচ না হলেও, দুদিন পরপর দলগুলোর হোম-অ্যাওয়ে ম্যাচের জন্য ভ্রমণের কারণে নিরাপত্তা বলয় গড়া মুশকিল হয়ে উঠতে পারে। তারচেয়ে বিশাল নিরাপত্তা বলয় গড়ে করোনা মোকাবেলা করা সহজ হবে! সেটা সম্ভব হয় তবে এক রাজ্যেই পুরো টুর্নামেন্টটি আয়োজন করা যায়।
করোনা পরিস্থিতির কারণে এখন কাল হয়ে দাঁড়াচ্ছে মুম্বাইয়ের জন্য। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে গড়াচ্ছে। বাধ্য হয়েই বিসিসিআইকে বিকল্প ভেন্যুর ভাবনায় যেতে হচ্ছে।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেনি সৌরভ গাঙ্গুলির বোর্ড। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেই এগোবে বিসিসিআই। আইপিএলের গভর্নিও কাউন্সিলের সঙ্গে বৈঠক হবে। কিন্তু মুম্বাইয়ের বাইরেই করতে হবে টুর্নামেন্ট, এমন ধরেই পরিকল্পনা গোছাচ্ছে বোর্ডটি।
এদিকে, ২০২১ সালের আইপিএল ৮ থেকে ১২ এপ্রিলের মধ্যে মাঠে গড়াতে পারে। বড় টুর্ণামেন্টটির পর্দা নামার সম্ভাবনা মে মাসের শেষ বা জুনের প্রথম সপ্তাহে রয়েছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ ও তামিল নাড়ু রাজ্যে নির্বাচন আছে। আইপিএলের জন্য এটিও এখন বড় সমস্যা হয়ে দাড়িয়েছে!