হরতালের সমর্থনে ফেনীতে মিছিল ও পিকেটিং করেছে দলটির স্থানীয় কর্মী-সমর্থকরা।
সকালে শহর পুলিশ ফাঁডির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জহিরিয়া মসজিদের সামনে শেষ হয়। সেখানে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে পিকেটিং করতে দেখা গেছে। আইন শৃংখলা বাহিনী ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
হেফাজতের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। পুলিশের পাশাপাশি মাঠে টহলে রয়েছে র্যাব সদস্যরাও।