নিউজিল্যান্ড সফরে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজটি আরম্ভ হবে ২৮ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং পহেলা এপ্রিল।
সফরের আগে ম্যাচগুলো মত খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি। এছাড়া ইউটিউবে লাইভ দেখাবে র্যাবিটহোল বিডি চ্যানেলে।
এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি ও বাংলাদেশ সময় যখন শুরু হবে ম্যাচগুলো–
টি-টোয়েন্টি সিরিজ:-
প্রথম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন, সকাল ৭ টায়।
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার, দুপুর ১২ টায়।
তৃতীয় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড, দুপুর ১২ টায়।