বিশ্ব ফুটবলের দুই মহাতারকা মেসি-রোনালদো খেলবেন এক ক্লাবে। কি ভাবছেন অবাস্তব কোন খবর? না দুই ফুটবল যাদুকরকে এস সুতোয় গাঁথার স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। যুক্তরাষ্ট্রে নিজের ক্লাব ইন্টার মায়ামিতে মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা বেকহ্যামের। মেসিতো এরইমধ্যে মত দিয়ে দিয়েছেন মায়ামিতে ক্যারিয়ারের কোন এক সময়ে খেলার। এখন রোনালদো রাজি হলেই হবে বাজিমাত।
মেসি-রোনালোদ। ফুটবল আকাশের দুই অন্যতম সেরা দুই নক্ষত্র। স্প্যানিশ লিগে একজন বার্সেলোনা-অন্যজন রিয়াল মাদ্রিদে যতদিন লড়াই করেছেন, ততদিন লা লিগার সৌন্দর্য কাঁপন ধরিয়েছিলো ফুটবল পিয়াসীদের হৃদয়ে। টিভি পর্দা কিংবা খেলার মাঠ আর্জেন্টাইন যাদুকর মেসি ও পর্তুগিজ রাজপুত্র রোনালদোর পদচারণা রঙ্গিন করেছে মঞ্চ।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো য়্যুভেন্তাসে পাড়ি জমানোর পর থেকেই হারাতে শুরু করে লা লিগার জৌলুস। সঙ্গী হারিয়ে লিওনেল মেসিরও আগের সে তেজ আর নেই। লিগে মেসির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এমন যোদ্ধা এখনও দেখা মেলেনি স্প্যানিশ লিগে। রোনালদো আপন মহিমায় উজ্বল ইতালিয়ান লিগ সিরিআ’য়।আর মেসি টেনে নিচ্ছেন বার্সেলোনাকে। কদিন আগে একজন আরেক জনকে মিস করেন বলেও জানিয়েছিলেন গণমাধ্যমে।