অর্থের জন্য নয়,পাকিস্তানের হয়ে খেলতে গর্ববোধ করি: হাফিজ

কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ভুক্ত করায়। তবে হাফিজ সেই চুক্তি থেকে নাম সরিয়ে নেন। কারণ, ‘সি’ ক্যাটাগরির চুক্তিতে চুক্তি ভুক্ত করাটা নিতে পারেননি তিনি।

দেশের হয়ে খেলাটাই হাফিজের কাছে মনে হয়েছে গর্বের, তাই চুক্তির প্রয়োজন মনে করেন না এই অভিজ্ঞ অল-রাউন্ডার। কেন্দ্রীয় চুক্তি থেকে না সরিয়ে নিলেও পিসিবিকে ধন্যবাদ জানান ৪০ বছর বয়সী হাফিজ।

আমি দলের সিনিয়র ক্রিকেটার। আমি চাই দলের তরুণদের মাঝে নিজের অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে, যদি তারা নিতে চায়। এমনটা বলেছেন ‘ক্রিকেট বাজ’ নামক একটি ইউটিউব চ্যানেলে।

হাফিজ আরও বলেন, তিনি ২০১৯ সালে পিসিবি প্রধান এহসান মানির সঙ্গে দেখা করে নিজের ব্যাপারে পরিষ্কার ধারণা দেন। আমি এহসান মানির সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। আমি তাকে বলেছি, আমি পাকিস্তানের হয়ে খেলতে গর্ববোধ করি। আমি অর্থের জন্য খেলি না।

বেশ লম্বা ক্যারিয়ার হলেও এখনও অবসর নেননি হাফিজ। কবে অবসর নেবেন সেটারও ধারণা দেননি এই অল-রাউন্ডার। তবে বলেছেন, তার জায়গায় কাউকে যোগ্য মনে করলে তখনই জায়গা ছেড়ে দেবেন।