আকাশ থেকে এখন আর কুঁড়েঘর দেখা যায় না: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না। কেউ স্বীকার করুক আর না করুক এগুলো হচ্ছে বাস্তবতা।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘৫০ বছরে গণমাধ্যমের অর্জন ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আজ বদলে গেছে। ১২ বছর আগে যে ছেলেটি বিদেশ গেছে সে এখন দেশে এলে তার গ্রাম চিনতে পারে না।

গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ ড. হাছান মাহমুদ আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে আমি। এ আইন দ্বারা যাতে কোন সাংবাদিক হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। তবে বাংলাদেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নত দেশেও করে না। এই অবাধ স্বাধীনতার যেন অপপ্রয়োগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।