আঘাত হেনেছে বছরের প্রথম কালবৈশাখী

কালবৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রঝড় যা বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে হয়ে থাকে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে মার্চ থেকে কালবৈশাখী ঝড় দেখা যায়। অনেকসময় এই ঝড় জীবনঘাতি রূপ ধারণ করে। গ্রীষ্ম ঋতুর সঙ্গে হাত ধরাধরি করে এ ঝড়ের আগমন ঘটে।

বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায়। হচ্ছে থেমে থেমে বৃষ্টি। সঙ্গে রয়েছে বাতাসের দাপটও। ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে।

আজ শনিবার (১৩ মার্চ) বৃষ্টি শুরুর আগে রাজধানীর উপর দিয়ে বাতাসের সঙ্গে ধুলা ঝড় বয়ে যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকাল ৪টায় দিকে ঢাকায় বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে সাভারে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। এ সময় বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।