আজ বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন করবেন মোদি

ফেনী নদীর উপর দিয়ে নির্মিত ভারত-বাংলাদেশের মধ্যে সংযোগকারী মৈত্রী সেতু উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেতুটি ভারতের ত্রিপুরা সীমান্তের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা হবে। সোমবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি খাগড়াছড়ির সীমান্তঘেঁষা রামগড়ের সঙ্গে ভারতের সাব্রুমের সংযোগ স্থাপন করবে। সেতুটির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, কর্মসংস্থান, আমদানি-রফতানিসহ অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।