আমরা ক্ষমতায় আসলে পুলিশ কনস্টেবল পদ থেকে এসপি পর্যায়ে পদোন্নতি পাবেন: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পুলিশের উদ্দেশ্য বলেন, আমরা জানি কত লাখ টাকা দিয়ে আপনারা চাকুরি পেয়েছেন। আমরা ক্ষমতায় আসলে পুলিশ কনস্টেবল পদ থেকে এসপি পর্যায়ে পদোন্নতি পাবেন। আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে। আপনাদেরকে তাবেদার বানিয়ে রাখা হয়েছে।

প্রেসক্লাবের সামনে বুধবার বেলা ১টার দিকে এ সমাবেশ তিনি একথা বলেন। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ভিন্নমত, সমালোচনা, গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। এসময় সেখানেই অবস্থান করে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারকে আগামী ২৬ মার্চ পর্যন্ত আলটিমেটাম দিয়ে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।