আমাদের হরতাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধেঃ বাবুনগরী

হরতালে দেশের জনসাধারণ ও আলেমরা সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বলে দাবি করেছেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

নেতাকর্মীদের উদ্দেশে বাবুনগরী বলেন, আমরা বাধ্য হয়ে এ হরতাল দিয়েছি। আমাদের এ হরতাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। প্রশাসনকে বলব আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উস্কানিমূলক কাজ করবেন না।

আজ রোববার (২৮ মার্চ) বিকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ত্রিবেণী মোড়ে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, হরতাল চলাকালে সরকারদলীয় পেটুয়া বাহিনী ও দলীয় ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন, আক্রমণ ও আহত-নিহত করেছে। এমনকি হেফাজত ইসলামের নায়েবে আমীর মধুপুরের পীর আব্দুল হামিদের ওপর হামলা করেছে। এ ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সরকারের প্রতি দাবি জানিয়ে বাবুনগরী আরও বলেন, যারা এ ঘটনায় আহত হয়েছে তাদের সুচিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি আমাদের এসব দাবি-দাওয়া মেনে নেওয়া না হয় তাহলে শূরা কমিটির সঙ্গে আলাপ শেষে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বিকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে হুইলচেয়ারে নেতাকর্মীদের খোঁজখবর নিতে কলেজের সামনে যান হেফাজতে আমীর।