আমার মতো অসম্মানের বিদায় আর যেন কারো না হয়: মাশরাফি

বিদায় বেলায় আমার মতো আর কোন ক্রিকেটারের এমন সম্মানহানি যেন না হয়। সবিনয় অনুরোধ মাশরাফী বিন মোর্ত্তজার। সমালোচনায় বোর্ড কর্তারা ক্ষুব্ধ না হয়ে পজিটিভলি নিলেই মঙ্গল। এক বেসরকারি টেলিভিশনকে একান্তে জানিয়েছেন মাশরাফী।

ক্রিকেট পাগল জাতি গেল বিশ বছর যে নিখাদ মাশরাফীকে পেয়েছে, সেই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের একটা আনন্দঘন বিদায় হতেই পারে। অপেক্ষা শুধু তার জন্যই।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু কথা বলতেই হবে যেন সামনে এ রকম না হয়। ওনারা রাগ করলেই কি আমি কথা বলা বন্ধ করবো? আমার সাথে কমিউনিকেশন করলে আমি চুপ করে যাবো তা না। আমাকে যে সম্মানহানি করা হয়েছিল ক্রিকেট থেকে বিদায়ের সময় সেটাতো আমি ফিরে পাবো না। আশা করি সামনে যে খেলোয়াড়রা বিদায় নিবে ক্রিকেট থেকে। সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ ওদেরও আস্তে আস্তে সময় আসছে। তাদের বিদায়টা যেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে হয়। এবং এই কালচারটা যেন আমাদের তৈরি হয়।’