আরে বাঘের বাচ্চা, ইশরাককে বিএনপির মিনু

পুলিশের কাছ থেকে দলীয় কর্মীকে ছিনিয়ে রক্ষা করায় প্রকৌশলী ইশরাক হোসেনের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

মঞ্চে উপবিষ্ট ঢাকা দক্ষিণ বিএনপির টিকিটে মেয়র পদে নির্বাচন করা ইশরাককে দেখিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এ মেয়র বলেন, ‘আরে বাঘের বাচ্চা। আমাদের সহযোদ্ধা, বড় ভাই রাজপথের লড়াকু সৈনিক সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক, দ্য নিউ জেনারেশন কাম অ্যান্ড দে টেক ওভার দ্য লিডারশিপ অব দ্য কান্ট্রি।’

মিনু বলেন, আমরাও যুদ্ধ করেছি। আমি আজও কথা দিচ্ছি— আমাদের এখানে জনতার মেয়ররা এসেছেন। তাদের সামনে কথা দিচ্ছি— মাতৃভূমি রক্ষায় আবারও লড়াইয়ে নামব। জীবন দিয়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করব।

উল্লেখ্য, কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক সমাবেশে দলের এক কর্মীকে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় ইশরাক পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইশরাক প্রশংসিত হন।