আলিম দারের মাইলফলক, মুশফিকের স্ট্যাটাস

পাকিস্তানের আম্পায়ার আলিম দার নতুন মাইলফলক ছাড়িয়ে গেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করলেন তিনি।

শুক্রবার (১৯ মার্চ) আফগানিস্তান-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার সঙ্গে সঙ্গে অনন্য কীর্তির মালিক হন এ পাকিস্তানি আম্পায়ার।

১৩৬ টেস্ট, ২১১ ওয়ানডের সঙ্গে ৫৩ টি-টোয়েন্টি পরিচালনা করে দার এখন তিন সংস্করণেই সবার ওপরে।

রোববার সকালে আলিম দারের ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক। তিনি লিখেছেন— ‘আম্পায়াররা বেশিরভাগ সময়ই তাদের স্বীকৃতি পান না। তবে এই ভদ্রলোকেরা মাঠে তাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক কৃতিত্বের দাবিদার। এটি কখনই সহজ কোনো কাজ নয়। আলিম দার ভাইকে আন্তরিক অভিনন্দন, সফলভাবে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য। মাশাআল্লাহ।’