ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদারঃ সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য যা করা দরকার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সবই করে চলেছেন।

তিনি জানান, তৃতীয় লিঙ্গের বাইরে সবাইকে ভোটার করা হবে। বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

আজ মঙ্গলবার (২ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে ভোটার দিবসের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এসব কথা বলেন।

নূরুল হুদা বলেন, মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারাজীবন আমাদের এ নির্বাচনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকে এর ব্যতিক্রম হয়নি।

নূরুল হুদা আরও বলেন,এ নির্বাচন কমিশনে যিনি যোগদান করেছেন, যতগুলো সভা হয়েছে সব সময় এটা করতেন। এ কমিশনের আরও এক বছর মেয়াদ আছে, তিনি হয়ত তা চালিয়েই যাবেন। ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন; কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্ত করা যায় তা তিনি করে চলেছেন।