ইয়ো ইয়ো টেস্টে বাজিমাত নাসিরের

বাংলাদেশের জাতীয় দলের ফিনিসার নাসির হোসেন মাঠের চেয়ে মাঠের বাইরের একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হতে হয়েছে। তবে এত ঝড়-ঝাপটার মাঝেও ফিটনেস টেস্টে দারুণ ফল করলেন এই অলরাউন্ডার!

কয়েক সপ্তাহ পর মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেই লক্ষ্যে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট চলছে। নিয়মিত খেলার মধ্যে থাকা রোনার কারণে দীর্ঘদিন খেলা থেকে দূরে থাকতে হয়েছে। তাতে ফিটনেসে ঘাটতি দেখা দিয়েছে অনেক ক্রিকেটারের। তবে ব্যতিক্রম নাসির।

বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নাসির হোসেন বুধবার সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন তিনি, তার স্কোর ১৭.১।’

উল্লেখ্য, ইয়ো ইয়ো টেস্ট আসলে বিপ টেস্টের একটি উন্নত রূপ। বিপ টেস্ট প্রক্রিয়াটিকেই একটু জটিল আর সংশোধন করে নাম দেওয়া হয়েছে ‘ইয়ো ইয়ো টেস্ট’। ইয়ো ইয়ো টেস্টের ক্ষেত্রে একজন ক্রিকেটার কী গতিতে দৌড়াচ্ছেন, সেটি বিবেচনায় আনা হয় এবং স্কোর নির্ধারণে এটি বড়সড় ভূমিকা রাখে।