উইঘুর মুসলিম শিশুদের জোরপূর্বক এতিমখানায় নিচ্ছে চীন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

চীনের বিরুদ্ধে এবার দেশটির সংখ্যালঘু মুসলিম উইঘুর শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। চীন সরকার বাবা-মা থেকে শিশুদের আলাদা করে জোরপূর্বক এতিমখানায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। শুক্রবার (১৯ মার্চ) এ খবর প্রকাশ করেছে বিবিসি।

চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুর সম্প্রদায়ের লাখ লাখ মানুষকে বন্দিশালায় নির্যাতনের অভিযোগের মধ্যেই নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয় বাবা-মায়ের অনুমতি ছাড়াই তাদের সন্তানদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন সরকার।

সত্যতা যাচাইয়ে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও সাংবাদিকদের সেখানে পরিদর্শনের সুযোগ দিতে শি জিনপিং সরকারের কাছে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে বন্দিশালা ও বাবা মায়ের অনুমতি ছাড়া এতিমখানায় আটক শিশুদের অবিলম্বে মুক্তি দেয়ারও আহ্বান জানায় সংস্থাটি।