এবার মহাকাশে মোদির ছবি, ডিজিটাল গীতা

প্রতিবেশি ভারতের রয়েছে সম্মৃদ্ধ মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো। স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে চাঁদে নভোযান পাঠানো সবই করে সংস্থাটি।

নিয়মিত মহাকাশ অভিযানের অংশ হিসেবে ইসরো এবার মহাকাশে পাঠালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসহ সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ গীতার ডিজিটাল কার্ডের ভার্সন।

আজ রোববার সকালে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-একসহ ১৯টি উপগ্রহ পাঠায় ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।

ব্রাজিলের তৈরি কোনো উপগ্রহ এই প্রথম মহাকাশে পাঠানো হল। যা নিয়ে গেল ভারতের মহাকাশযান। পিএসএলভি-সি৫১ রকেটের এটি ৫১ তম যাত্রা।

ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে উৎক্ষেপণ করা হয় রকেটটি। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি মহাকাশ যানের টপ প্যানেলে বসানো হয়েছে।

উল্লেখ্য, মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরো।