করোনা আক্রান্ত হলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে ফেব্রুয়ারি মাসে করোনার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি ও তার স্ত্রী রিফাত হোসেন। আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেয়ার কথা ছিল। এরইমধ্যে সোমবার (২৯ মার্চ) করোনার পজেটিভ রিপোর্ট এলো।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে নিজেই এ তথ্য নিশ্চিত করে ডা. জাহিদ জানান, তাদের শরীরে জ্বর ও ব্যথা রয়েছে। হোম আইসোলেশনে রয়েছেন ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডা. জাহিদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য।