করোনা আমাকে একরকম বন্দি করে দিয়েছে: প্রধানমন্ত্রী

বীমা খাতকে জনপ্রিয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বীমাকে জনপ্রিয়, এর প্রসার এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে বীমা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজে গিয়ে সম্মাননা দিতে পারলে ভালো লাগত। কিন্তু করোনা আমাকে একরকম বন্দি করে দিয়েছে। সমস্যা কাটিয়ে উঠতে আমরা টিকা নিয়ে এসেছি, দেওয়াও হচ্ছে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। হাত ধোয়া, মাস্ক পরা, এগুলোর মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।’

‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ উদ্বোধন করে সোমবার (১ মার্চ) তিনি এসব কথা বলেন।

বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি আন্দোলনে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এ কারণে ছোটবেলা থেকেই তার সান্নিধ্য থেকে বঞ্চিত থাকতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাইবোনদের।