কোরআনে বর্ণিত ত্বীন ফলের বাগান দিনাজপুরে

পবিত্র কোরআনে বর্ণিত মরুভূমির মিষ্টি ফল ত্বীণ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। ৪ বিঘা পতিত জমিতে চাষ করা হচ্ছে এই ফল। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কৃষক মতিউর মান্নান সরকার প্রথমবারের মত এই ফল চাষ শুরু করেছেন।

এরইমধ্যে মরুভূমির মিষ্টি ফল ত্বীণ বাগান করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন তিনি। পতিত জমিতে মরুভূমির এই ফল চাষের মাধ্যমে নিজের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন কৃষক মান্নান।

বাগান মালিক সুত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নে মালার পাড়া গ্রামের মতিউর মান্নান ছোট বোনের পরামর্শে ২০২০ সালের অক্টোবর মাসে গাজীপুর থেকে ৯শ চারা নিয়ে চার বিঘা পতিত জমিতে ত্বীণ ফলের চাষ শুরু করেন। বর্তমানে ওই বাগানে অধিকাংশ গাছে ফল এসেছে। ফলের পাশাপাশি এরই মধ্যে চারা তৈরির কাজও শুরু করা হয়েছে। বাগানে ৫টি জাতের ৯০০ চারা রোপণ করা হয়েছে।