খ্রিস্টানরাও ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে: মালয়েশিয়ার আদালত

সৃষ্টিকর্তাকে বোঝাতে মালয়েশিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের আল্লাহ শব্দ ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে দেশটির আদালত।

বিষয়টি নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে আইনি লড়াই চলছিল।

২০০৮ সালে জিল আয়ারল্যান্ড লরেন্স বিল নামে একজন খ্রিস্টানের কাছে বিমানবন্দরে মালয় ভাষার কতগুলো কম্প্যাক্ট ডিস্কের মধ্যে ‘আল্লাহ’ শব্দটি লেখা দেখতে পেয়ে কর্তৃপক্ষ তা জব্দ করে।

বিচারক নর বি আল্লাহ’র পাশাপাশি আরও তিনটি শব্দ খ্রিস্টানরা ব্যবহার করতে পারবে বলে রায়ে দেন। এগুলো হলো- কাবা, বাইতুল্লাহ ও সালাত। তিনি বলেন, এই চারটি শব্দ ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল তা অবৈধ ও অসাংবিধানিক।

মালয়েশিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে। তবে সম্প্রতি দেশটিতে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।