গণপরিবহনে বাসের ভাড়া বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

গণপরিবহনে বাসের ভাড়া বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

বুধবার (৩১ মার্চ) থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও বাসের ভেতর মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তবে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহনগুলো।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীরাই জোর করে বাসে উঠে যাচ্ছেন।

এদিকে, যাত্রীদের অনেকে বলছেন অফিসে দেরি হয়ে যাবে বলেই বাধ্য হয়ে বাসে উঠতে হচ্ছে তাদের। আবার দুই আসনে একজন নেয়ার কথা থাকলেও সেটি মানা হচ্ছে না।