গ্রিসের সঙ্গে বন্ধুত্ব রেখে আমাদের কাছে ড্রোন চায় সৌদি: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সৌদি আরব তার দেশের তৈরি ড্রোন কিনতে চাইছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এসময় তিনি গ্রিসের সঙ্গে সৌদির যৌথ সামরিক মহড়া নিয়ে অসন্তোষও প্রকাশ করেন।

গ্রিসের সঙ্গে তুরস্কের বহু পুরনো দ্বন্দ্ব রয়েছে। এরদোয়ান বলেন, গ্রিসের সঙ্গে যৌথভাবে মহড়া করছে সৌদি আরব। তারপরও আমাদের কাছ থেকে সশস্ত্র ড্রোন চাইছে সৌদি আরব। উত্তেজিত না হয়ে আমরা শান্তভাবে এই ইস্যুর সমাধান করতে চাই।

এর আগে গত মাসে এথেন্সে ফ্রেন্ডশিপ ফোরামে অংশ নিয়েছিল সৌদি আরব। ওই ফোরামে মিশর, ফ্রান্স, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও যোগ দেয়। পরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠকের তীব্র নিন্দা জানায়।