চীনের সাইবার হামলায় অন্ধকার ভারতের মুম্বাই

কয়েক মাস আগে হঠাতই অন্ধকার হয়ে যায় মুম্বই। অভিযোগ, চীনের সাইবার হানায় এই অবস্থা হয়। এই হানা নিয়ে ভারতের পাশে বাইডেন।

প্রথমে বলা হয়েছিল, গ্রিড ফেলিওর। তার ফলে গত ১২ অক্টোবর অন্ধকার হয়ে গিয়েছিল ভারতের বাণিজ্য রাজধানী মুম্বই। কিন্তু অ্যামেরিকায় ম্যাসাচুসেটস ভিত্তিক বিশেষজ্ঞ সংস্থা রেকর্ডেড ফিউচার-এর দাবি হলো, চীন সরকারের মদতপুষ্ট সাইবার হানার ফলে মুম্বইয়ের ওই হাল হয়েছিল। সাইবার হানার ফলে গ্রিড ফেলিওর হয়। নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে রিপোর্ট করার পর বিষয়টি সামনে আসে।

এরপরই প্রবল হইচই শুরু হয়েছে। অ্যামেরিকার কংগ্রেস সদস্য ফ্রাঙ্ক পালোনে বলেছেন, বাইডেনের উচিত চীনের আচরণের নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানো।

কয়েক মাস আগে হঠাতই অন্ধকার হয়ে যায় মুম্বই। অভিযোগ, চীনের সাইবার হানায় এই অবস্থা হয়। এই হানা নিয়ে ভারতের পাশে বাইডেন।

সূত্রঃ ডয়েচ ভেলে