চোট নিয়ে মাঠের বাইরে মুস্তাফিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে বাংলাদেশ। জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। কিন্তু ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ২৭১/৬ (৫০ ওভার) (তামিম ৭৮, মিঠুন ৭৩*, মুশফিক ৩৪, সৌম্য ৩২; স্যান্টনার ২/৫১)

নিউজিল্যান্ড: ২৭৫/৫ (ওভার ৪৮.২) ( কনওয়ে ৭২, লাথাম ১১০*, গাপটিল ২০, নিকোলস ১৩, জেমস নাসাম ৩০ রান করেছেন। মুস্তাফিজ ১/৩৯, মেহেদী ২/৩১) নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন মুস্তাফিজ। ম্যাচের শেষ ভাগে বোলিং করার সময় পায়ের পেশিতে টান লাগে মুস্তাফিজের। ম্যাচ শেষ দিকে হওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি দল। যে কারণে বল করা বাদ দিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই পেসার। চোটের অবস্থা কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি।