টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রুবেল হোসেনের জোড়া আঘাত

ওয়েলিংটনে শুক্রবার ভোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন টাইগার বোলার রুবেল হোসেন। নবম ওভারে (৮.৩) প্রথমে মার্টিন গাপটিলের উইকেটটি নেন রুবেল।

মার্টিন গাপটিলকে করা একটি শর্টবল মাঝ মাঠে হাওয়ায় ভাসলে এটিকে তালুবন্দি করেন লিটন দাস।২৮ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের এ মারকুটে ব্যাটসম্যান।

এর পর ১১তম ওভারের শেষ বলে তিনি নেন রস টেলরের উইকেটটি।রুবেলের করা বলটি হাওয়ায় ভাসলে লুফে নেন মোস্তাফিজুর রহমান।

এর আগে ম্যাচের প্রথম উইকেটটি নেন তসকিন আহমেদ।আষ্টম ওভারে (৭.৪) হেনরি নিকোলাসকে করা বলটি তালুবন্দি করেন লিটন দাস।

পানি বিরতিতে যাওযার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান।

হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তামিমদের।দলে মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন।

টাইগাররা এর আগে প্রথম দুই ওয়ানডেতে হেরেছে। ডানেডিনে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সফরকারী দল।

নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আজ শেষ ম্যাচে স্বাগতিকদের দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।