টাইগারদের হারের মূল কারণ জানালেন পাইলট

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মূল কারণ বাংলাদেশের বাজে ফিল্ডিং এমনটাই মন্তব্য করেছেন খালেদ মাসুদ পাইলট। কেবল জাতীয় দলে নয়, আধুনিক ক্রিকেটে ভালো করতে বয়সভিত্তিক দল থেকেই ক্রিকেটারদের ফিল্ডিংয়ে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ সাবেক টাইগার অধিনায়কের।

বারবার মুশফিকই কেন! এমন প্রশ্ন জাগতেই পারে টাইগার ভক্তদের মনে। ২০১৯ বিশ্বকাপে এ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে রানআউট করতে না পারার খেসারত দিতে হয়েছিল গোটা দলকে।

হেগলি ওভালেও ঠিক এ মুহূর্তটায় ম্যাচের লাগাম হাতছাড়া হয়েছে টাইগারদের। কাঠগড়ায় আবারও ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম। তবে এ হারের দায়টা মুশফিকের একার কাঁধে চাপানোর অবকাশ নেই। দুটো বল পড়েই মিঠুনেরও হাত ফসকেছে। তাসকিনের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে রানআউটের মোক্ষম সুযোগ মিস করে দোষীদের তালিকায় আগেই নাম লিখিয়েছেন এ পেসার। বাংলাদেশকে বল হাতে দারুণ সূচনা এনে দেয়া মেহেদীও কট অ্যান্ড বোল্ডের সুযোগ নিজ হাতে নস্যাৎ করেছেন। বাউন্ডারিতে নড়বড়ে ছিলেন মাহমুদউল্লাহও। মূলত এ কারণেই সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডে প্রথম জয় হয়েছে অধরা।

আধুনিক ক্রিকেটে চোখে চোখ রেখে লড়তে বাড়াতে হবে ফিল্ডিং স্কিল। তবে এই কাজটা জাতীয় দলে এসে নয় বরং বয়সভিত্তিক দলেই সেরে আসার পরামর্শ পাইলটের।