টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পাচ্ছে ১২ কিশোর

মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পাচ্ছে বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়াকাঠির ১২ জন শিশু-কিশোর।

আগামী ২৩ মার্চ মঙ্গলবার চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, শিশু-কিশোরদের মসজিদে জামাতে নামাজ আদায়ে উৎসাহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়ন করে চালিতাবাড়ী-পূর্ব জিড়াকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।

ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চালিতাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. কাওছার বলেন, নামাজে উৎসাহ প্রদানে এলাকাবাসীর উপহার দেওয়ার ঘোষণার পরে কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে ওঠবে।