টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠায় বিশাল অঙ্কের টাকা পাচ্ছে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পুরস্কার হাতেনাতে পেয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পাশাপাশি নিউ জিল্যান্ডকে হটিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। সেই সাথে মোটা অঙ্কের অর্থও পাচ্ছে বিরাট কোহলিরা!

গতকাল শনিবার (৬মার্চ) শেষ টেস্টে ইনিংস ও ২৫ রানে হারিয়ে হারিয়ে চার ম্যাচের সিরিজ জেতে ৩-১ ব্যবধানে। এরপরেই উন্নতি ঘটে টেস্ট র‍্যাংকিংয়ের। তার পুরস্কারস্বরূপ ১ মিলিয়ন ডলার পাচ্ছে ভারত।

এপ্রিলের প্রথম দিকে কোহলির হাতে টেস্ট মেস তুলে দিবে আইসিসি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠায় পুরস্কারস্বরূপ বাংলাদেশি অঙ্কে ৮ কোটি ৪৭ লাখ টাকা ৫৫ হাজার টাকা অর্থাৎ ‘এক মিলিয়ন ডলার’ পাবে ভারত।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার কাছে টেস্টের মুকুট হাতছাড়া করেছিল ভারত। গত জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে প্রথমবারের মত টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল নিউজিল্যান্ডে, তারা এখন দুইয়ে।