ডমিঙ্গো নিজ দেশে বরখাস্ত হলেও ঝামেলার জিনিসকেই আমরা ঢুকিয়েছি : মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। আন্তর্জাতিক ক্রিকেটে তার অনেক সুনাম রয়েছে কোচ হিসেবে। তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলের হেড কোচ ছিলেন। গত বছরের ১৭ আগস্ট বাংলাদেশ দলের দায়িত্ব নেন এই প্রোটিয়া কোচ।

বাংলাদেশের কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন তিনি৷ মেয়াদ শেষে আবার দায়িত্ব বাড়ানোর জন্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে আবেদন করলেও দক্ষিণ আফ্রিকা নতুন কোচের দায়িত্ব দেয় ওটিস গিবসনকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফি থেকে জানতে চাওয়া হয় জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে কেমন দেখছেন? জবাবে মাশরাফি বলেন, “সে তো দক্ষিণ আফ্রিকাতেও বরখাস্ত হয়েছিল, তাই না? বাদ দিয়েছিল। ঝামেলার জিনিসকেই আমরা আমাদের এখানে ঢুকিয়ে রেখেছি!

মাশরাফি বলেন, ‘আমি শুনি যে কোচ নাকি বলছেন, ‘আমাকে স্যাক করুক, সমস্যা নেই।’ কারণ, সে তো জানেই, বরখাস্ত করলে পুরো এক বছরের টাকা নিয়ে চলে যাবে। চুক্তি তো ওরকমই। সে আবার সমানে ছুটি কাটাতে পারবে। ফ্ল্যাট সাজানো-গোছানো, সব সুযোগ-সুবিধা আছে। আমাদের দেশি কোচ না খেয়ে মরে যাচ্ছে। অথচ সারাটা বছর একজন কৃষকের মতো তারা মাঠে খাটেন। বাবুল ভাই, সালাউদ্দিন ভাই, সুজন ভাই, সোহেল ভাই, মুর্তজা ভাই, রাজিন সালেহ, আফতাবরা আসছে এখন, কারও দামই নাই।’