ডিজিটাল আইন না থাকলে বাংলাদেশ নরকে পরিণত হতোঃ ইনু

ডিজিটাল আইন সর্ম্পকে না বুঝে বেশির ভাগ মানুষ মন্তব্য করে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কেউ আইনের প্রয়োগ নিয়ে কথা বলছে, কেউ আইনটিকে উদ্দেশ্যমূলক ব্যবহারের কথা বলে নিজেদের স্বার্থ এবং পানি ঘোলা করছে। আইনের সংস্কার হতে পারে কিন্তু এটি বাতিল করা ঠিক হবে না।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) বিবিসি বাংলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

ইনু বলেন, সমাজে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল আইনের প্রয়োজন রয়েছে। ডিজিটাল আইন না থাকলে বাংলাদেশ নরকে পরিণত হতো। তবে আইন নতুন করে পর্যালোচনা করতে হবে। সবাইকে আইনের পক্ষে থাকার পাশাপশি তা সংশোধনের চেষ্টা করতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা বলেছেন, ডিজিটাল অ্যাক্ট মামলার প্রত্যেকটি ধারা গুরুত্বপূর্ণ। তবে পুলিশকে দায়িত্ব দেয়া হলেও আইনের অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ আইনের প্রয়োগে ক্রুটিগুলো পরিবর্তন করা উচিত।