দাঁড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না : তীব্র কটাক্ষ মোদীকে

দাঁড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, মোদীকে এই ভাবেই তীব্র কটাক্ষ করেন মুর্শিদাবাদ প্রাক্তন পুলিশ সুপার ও রাজ্য তৃণমুলের সহ-সভাপতি হুমায়ুন কবির। জানা যায়, একাধিক বার পুলিশ কর্তা হিসেবে জেলায় দায়িত্ব সামলিয়েছেন হুমায়ূন কবীর । জেলায় সুনামের সঙ্গে কাজ করায় প্রবীন – নবীন প্রজন্ম তো বটেই নারী সমাজের কাছেও তার গ্রহণযোগ্যতা অত্যন্ত প্রশংসনীয় ।

তিনি অত্যন্ত চাঁচাছোলা ভাষায় আক্রমন করেছেন নরেন্দ্র মোদীকে কে ।পাশাপাশি তিনি বলেন, ‘ নরেন্দ্র মোদী এখন সর্দার বল্লব ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বাতিল করে জীবিত অবস্থাতেই নিজের নামে করাতে চাইছেন । অথচ রবীন্দ্রনাথের মত দাড়ি রাখছেন ।’

রবীন্দ্রনাথের মত দাড়ি রাখলেই যে রবীন্দ্র নাথ হওয়া যায় না।’ এই দাবি করে প্র‍াক্তন এই আই পি এস অফিসার উপস্থিত মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেন , ‘রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, যে ধর্ম ঘৃণার জন্ম দেয় , যে ধর্ম মানুষকে বিভাজিত করে দ্বিখণ্ডিত করে, সে ধর্ম , ধর্ম নয়।’ আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্ম , সকল ভাষার মানুষকে সম্মান করেন ।