সবাইকে নিয়েই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব: ইশরাক

খালেদা জিয়ার মুক্তি, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন ইস্যু নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এই দেশ কারও বাবার সম্পত্তি নয়, কোনো জমিদারের সম্পত্তি নয়, কোনো দলের সম্পত্তি নয়। এই দেশটা সবার। সবাইকে নিয়েই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব

গতকাল মঙ্গলবার (২ মার্চ) দুপুর ২টায় রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আমরা পুনরায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানাই। সেই দাবি আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনীও বাতিল চাই। যেখানে অন্যায়ভাবে তত্ত্বাবধায়ক সরকার আইনকে বাতিল করা হয়েছিল।

ইশরাক হোসেন আরও বলেন, ২০১৩ সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় আড়াই কোটি ভোটার দেশে তৈরি হয়েছে। যারা ভোট কাকে বলে জানে না, নিজেদের ভোটটা আজও দিতে পারেনি। স্বাধীনতার ৫০ বছর পর আমরা এমন দেশ চাই নাই।