দুদক এখন যথেষ্ট ক্ষমতাশালী: ইকবাল মাহমুদ

কেউ আইনের উর্ধ্বে নয়, এ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে জনগণ যে মাত্রায় দুর্নীতি কমার প্রত্যাশা করে, সে মাত্রায় দুর্নীতি কমেনি যা ব্যর্থতা বলে মনে করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার (৮ মার্চ) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তার বিদায়ী সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ মন্তব্য করেন।

দুদকে ৫ বছরের কর্মজীবন মূল্যায়নে ইকবাল মাহমুদ বলেন আমার চেষ্টা ছিল প্রতিষ্ঠান হিসেবে দুদককে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। তবে আমি তৃপ্ত নই।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জানান, দুদকের নখদাঁত নেই এটি এখন প্রাচীন কথা, দুদক এখন যথেষ্ট ক্ষমতাশালী। যে আইন আছে তাতে অনেক কিছু করা সম্ভব। তবে বিব্রতের বিষয়, সব দুর্নীতি দুদকের বিষয় বলে সাধারণ মানুষ মনে করলেও সেটি সত্য নয়। দুদকের কর্মজীবনে সফলতা ব্যর্থতা মূল্যায়নের দায়ভার দেন সাধারণ মানুষ, সুশীল সমাজ ও দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানের হাতে।