দেশে সাইক্লোন সেন্টার নির্মাণ করবেন মোদি

সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরের পাশে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার (২৭ মার্চ) সকালে মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

মোদি বলেন, যে কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যেন স্থানীয়রা কমিউনিটি হলটি ব্যবহার করতে পারে, সেইভাবেই এটি তৈরি করা হবে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় যেন তারা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সে জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে।

Extending a hand of friendship.

Prime Minister @narendramodi announced grant for construction of a community hall – cum cyclone shelter attached to the Jeshoreshwari Kali temple. pic.twitter.com/Fdc0Z85Feu

— Arindam Bagchi (@MEAIndia) March 27, 2021

মোদি আরও বলেন, পুরো নির্মাণ প্রকল্পের অর্থায়ন করবে ভারত সরকার। এর আগে সকাল ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরে অবতরণ করে। এরপরই মন্দিরে পৌঁছান তিনি।