দেড় বছর পর বেনাপোল দিয়ে এলো ভারতীয় পেঁয়াজ

ভারত প্রায় দেড় বছর আগে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়ায়। সে ঘটনার প্রায় দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুইটি ট্রাকে সাড়ে ৪২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পেঁয়াজবোঝাই দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এ বিষয়ে আমদানিকারক বলেন, প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।

উল্লেখ্য, ভারত সরকার বেশ কিছুদিন আগেই পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও প্রথম দিকে দেশের অন্য বন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক প্রবেশ করেছে। কিন্তু এতদিন বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের কোনো ট্রাক প্রবেশ করেনি।