দ্বিতীয় ওয়ানডের আগেও বড় সুসংবাদ পেল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। সিরিজ শুরুর আগে প্রথম ওয়ানডেতেও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে পায় নাই নিউজিল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তাকে পাচ্ছে না স্বাগতিকরা।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ না পেলেও দ্বিতীয় ম্যাচে আশা করেছিল কিউই কোচ। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না নিউজিল্যান্ড।

তারকায় ঠাসা কিউইদের মূল দুই ব্যাটসম্যান টেলর ও উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অনেক জয়ের পেছনে সিংহভাগ অবদান তাদেরই। এই দুইজনই যখন নেই, বাংলাদেশের জন্য তো তা বড় সুযোগই বটে। কিন্তু সেই সুযোগটা প্রথম ম্যাচে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের কাছে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।