নাইট শিবিরে যোগ দিচ্ছেন রাসেল-নারিনরা, রাতে ফিরছেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর খুব শীঘ্রই শুরু হবে। এবারের আসর এপ্রিলের ৯ তারিখ শুরু হবে।

এই আসরকে সামনে রেখে দলগুলোতে যোগ দিতে শুরু করেছে ক্রিকেটাররা। করোনার এই সময়ে কোয়ারেন্টিনের কারণে আগেভাগেই ভারতে আসছে ক্রিকেটাররা।

কলকাতা নাইট রাইডার্সেও যোগ দিয়েছেন দীনেশ কার্তিক, ভরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, সন্দিপ ওয়ারিয়ার ও ভৈভব আরোরা।

একই সঙ্গে যোগ দিয়েছেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও সহকারী বোলিং কোচ ওমকার সালভি। যোগ দিতে ভারতের উদ্দেশে রওয়ানা করেছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ অনুযায়ী আইপিএল সংশ্লিষ্ট সকলকে ৭ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে হোটেলে। তার আগে হবে একাধিকবার করোনা পরীক্ষায়। পরীক্ষাগুলোতে নেগেটিভ হলেই খেলোয়াড়রা যোগ দেবেন অনুশীলনে।

কলকাতার হয়ে খেলবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। রাতে দেশে ফেরার কথা রয়েছে তার। আগামী ১১ এপ্রিল সাকিবদের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।