নানা ঘাটের জল খাওয়া সাপ নিয়ে বিজেপি কী করবে? মিঠুনকে কটাক্ষ তসলিমার

সিনেমার মতো জবরদস্ত সংলাপ দিয়ে রাজনীতির মাঠ গরম করতে চেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ‘আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’— এমন গরমাগরম সংলাপ দিয়েই রোববার নরেন্দ্র মোদির সমাবেশ মাতিয়েছিলেন মিঠুন। সেই সংলাপই যেন কাল হলো! হিতে বিপরীতে হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মিমের ছড়াছড়ি।

এবার সেই প্রেক্ষিতেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুনকে কটাক্ষ করলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুক পোস্টে লেখেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ-খোপ নিয়ে বিজেপি কী করবে? সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরো, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!’

‘নানান ঘাটের জল খাওয়া’ বলতে বাম, তৃণমূল হয়ে বিজেপিতে মিঠুনের নাম লেখানোর বিষয়টি আবারও ওঠে আসলো আলোচনায়।